William and Jacob Grimm
................................
নেকড়ে এবং সাত ছাগলছানা-০২
প্রথমটা লুকাল টেবিলের নিচে, দ্বিতীয়টি লুকাল বিছানার নিচে, তৃতীয়টা লুকাল চুলার মধ্যে, চতুর্থটা লুকাল রান্নাঘরে, পঞ্চমটা লুকাল আলমারীতে, যষ্টটা লুকাল ওয়াশটাবে। আর সপ্তমটা ছিল সবচেয়ে ছোট। সে লুকাল লম্বা ঘরিটার পেছনে।
নেকড়ে তাদের খুজে পেতে দেরি করল না। পটাপট তাদের গিলে ফেলল। বাকী রইল সবচেয়ে ছোটটা যে লম্বা ঘরিটার পেছনে লুকিয়েছিল।
পেটপুরে খাওয়ার পর নেকড়ে খুব নিদ্রা অনুভব করল। ঘর থেকে বের হয়ে নরম ঘাসের উপর শুয়ে পড়ল এবং দ্রুত ঘুমিয়ে পড়ল।
একটু পরেই বুড়ো ছাগীটা বন থেকে ঘরে ফিরল।
হায় হায়! দরজা খোলা কেন? আমার বাচ্চাগুল ক্ই? ঘরের সব জিনিস অগোচালো হয়ে আছে। টেবিল চেয়ার সবকিছু ওলট পালট হয়ে আছে।
ওয়াশটাবটা ভে্ংগে টুকরা টুকরা হয়ে আছে। বিছানা ওল্টানো।
আমার বাচ্চাগুলো কই? কাদতে লাগল বুড়ো ছাগীটি।
অবশেষে সে একটা ছো্ট্ট কন্ঠস্বর শুনতে পেল। 'মা আমি এখানে।' লম্বা ঘরিটির পেছন থেকে ছোট্ট ছাগলছানাটা বলল।
তাড়াতাড়ি ছাগীটি তার বাচ্চাটাকে বের করে আনল ঘরিটির পেছন থেকে।
সে শুনল কিভাবে নেকড়ে তার সবগুলো বাচ্চাকে খেয়ে ফেলেছে।
বুড়ো ছাগী দ্রুত ঘর থেকে বের হল। দেখল নেকড়েটা নরম ঘাসের উপড় গভীর ঘুমে।
দেখল তার পেটে কি যেন নাড়াচাড়া করছে।
'আহ!' সে বলল, 'আমার বাচ্চারা হয়ত এখনো পেটের ভিতর বেচে আছে।'
'যাও! তাড়াতাড়ি কাচি, শুই, সুতা নিয়ে এসো।' ছোট্ট ছানাটাকে বলল।
সে তাড়াতাড়ি নেকড়ের পেটে ছোট্ট একটা গর্ত করতেই একটি ছাগল ছানা লাফিয়ে বের হয়ে পড়ল।
আর একটু কাটতেই হুড়হুড় করে সবগুলো ছানা একে একে বেরিয়ে আসল।
নেকড়ে তখনও গভীর ঘুমে।
বুড়ো ছাগীটা ছানাদের বলল, 'তোমরা যাও নদীর কিনারা থেকে সাতটি বড় বড় পাথর নিয়ে এসো।'
বাচ্চারা দৌড়ে গিয়ে সাতটি পাথর নিয়ে এল। বুড়ো ছাগী পাথরগুলো নেকড়ের পেটে ঢুকিয়ে শুই সুতা দিয়ে ভাল করে পেটটি সেলাই করে দিল।
তারপর তারা তাদের ঘরে ঢুকে গেল।
একটু পড়েই নেকড়ের ঘুম ভাংলো। তার খুব পিপাসা পেয়েছিল। তাই সে নদীর ধারে গেল পানি খেতে।
পেটটা পাথর ভর্তি থাকাতে সে বুঝতে পারলো ন ওখানে বাচ্চাগুলো আর নেই।
নদীর কিনারায় গিয়ে যখন সে পানি খাচ্ছিল পাথরের ভারে ওল্টে গিয়ে নদীতে পড়ল।
দুষ্ট নেকড়ে সেখান থেকে আর উঠতে পারল না। নদীতে ডুবে তার মৃত্যু হল।
এরপর ছাগলছানাগুলো খুব আনন্দে লাফিয়ে লাফিয়ে গান করে দিন যাপন করতে লাগল। তাদের আর কোন সমস্যা হল না।
সমাপ্ত
No comments:
Post a Comment