একজন অতৃপ্ত মানুষ

এক্সট্রামাদুরা গ্রামে এক ধনী লোক ছিল। তার মতো ধনী ও গ্রামে আর কেউ ছিল না। তার গরু, মহিষ, ঘোড়া ও আঙ্গুর বাগান ছিল। তার ঘর ছিল অনেক বড় আর সুন্দর। তার আঙ্গুর বাগানে প্রচুর আঙ্গুর ফল ছিল। তার গরু মহিষ ছিল অনেক মোটা মোটা। এক্সট্রামাদুরাতে তার ঘোড়াগুলো ছিল সবচেয়ে সুন্দর।
তার আরো অনেক কিছুই ছিল। তার ভালো একটি বৌ এবং ভালো সন্তান ছিল। মানুষ প্রত‍্যাশা করে এমন সবকিছুই তার ছিল। কিন্তু লোকটি সন্তুষ্ট ছিল না।
সে তার সন্তানের প্রতি সন্তুষ্ট ছিল না, তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিল না, এমনকি তার স্রষ্টার প্রতি ও সন্তুষ্ট ছিল না।
আবহাওয়ার উপর ও সে ছিল অসন্তুষ্ট।
যদি ঠাণ্ডা পড়ত তখন সে বলতো, ' এত ঠান্ডা! এটা আঙ্গুর বাগানের জন্য ভালো আবহাওয়া নয়।'
যদি বৃষ্টি হতো তাহলে বলতো, ' বাতাসে বেশি আদ্রতা, আমার রোদের প্রয়োজন ছিল।'
আর যখন রোদ হত, তখন ও সে অসন্তুষ্ট হতো।
আজ বেশি গরম, কাল বেশি ঠাণ্ডা, অন‍্যদিন বেশি আদ্র এভাবে বলেই যেত।
একদিন সে তার আঙ্গুর বাগানে ঢুকল। সেখানে ছিল খুব সুন্দর সুন্দর আঙ্গুর। এত বেশি এবং ভালো আঙ্গুর এক্সটামাদুরার কোথাও ছিল না। কিন্তু এতেও সে সন্তুষ্ট ছিল না।
সে বলল আঙ্গুরগুলো খুব ছোট ছোট। আবহাওয়া খারাপ ছিল। কখনো বেশি ঠাণ্ডা, কখনো বেশি গরম।
ঠিক সেই সময় আঙ্গুর বাগানে খুব সুন্দর এবং লম্বা একটা লোক আসলো। সে লোকটি বলল, ' তুমি কখনও আবহাওয়া নিয়ে সন্তুষ্ট ছিলেনা। কখনো গরম, কখনো ঠাণ্ডা, কখনো আদ্র, কখনো শুষ্ক। তুমি কি নিজের মনের মতো করে আবহাওয়াকে তৈরি করে নিতে পারবে?
'হ‍্যাঁ, পারবো', ধনী লোকটি উত্তর দিল।  আমি সঠিক ভাবে আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারবো।
'ঠিক আছে।' বলল আগুন্তক। এই বছর তুমি তোমার মনের মতো করে আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে।
এটা বলে আগুন্তক অদৃশ্য হয়ে গেল।
দেখতে দেখতে পরবর্তী বছর চলে আসলো। মার্চ মাস। ধনী লোকটি বলল, 'এখন আমার তুষার দরকার'। সাথে সাথে বরফ পড়া শুরু হলো। তারপর আসল এপ্রিল। এখন আমার বৃষ্টি প্রয়োজন। শুরু হলো বৃষ্টি। খুব চমৎকার। বলল ধনী লোকটি।
এরপর তার চাহিদা মত গরম আসলো। লোকটি যখন যা চাইছিল তাই হচ্ছিলো। লোকটি এখন তার আঙ্গুর বাগান আর আবহাওয়া দুটোর প্রতি সন্তুষ্ট।
তার বাগানের আঙ্গুর এখন সবচেয়ে সুন্দর। লোকটি বলল আমার বাগানের আঙ্গুর এখন এক্সটামাদুরার সেরা আঙ্গুর। এত সুন্দর ফল সে আর কখনও দেখেনি।
অবশেষে বসন্ত আসলো ফল কাটার সময় শুরু হলো। লোকটি বাগানের কয়েকটি আঙ্গুর ফল খেয়ে দেখল।
'একি! এ যেন ভিনেগারের মত টক!'
'এত টক আঙ্গুর ফল আমি জীবনেও দেখিনি।'
ঠিক সেই মুহূর্তে আগের সে আগুন্তক এসে হাজির হলো।
'এ বছর তুমি তোমার মনের মতো করে আবহাওয়াকে নিয়ন্ত্রণ করেছো। তোমার আঙ্গুরের কি খবর?' বলল আগুন্তক।
'খারাপ, খুব খারাপ!' মন খারাপ করে লোকটি উত্তর দিল।
'আঙ্গুরগুলো ভিনেগারের চেয়েও বেশি টক।'
এবার আগুন্তক বলল। আমি বুঝতে পেরেছি।
তুমি তোমার আঙ্গুর বাগানে সঠিক সময়ে ঠাণ্ডা, বৃষ্টি, রোদ, আদ্রতা সব সরবরাহ করেছিলে। কিন্তু তুমি বাতাসের কথা ভুলে গিয়েছিলে।

No comments:

Post a Comment