কোন এক সময় ছোট্ট লাল একটি মুরগী ছিল।
সে জঙ্গলে একটি ঘরে একাকি বাস করত।
ঘরটির পাশে পাহাড়ের কোল ঘেষে বাস করত এক চতুর বৃদ্ধ শিয়াল।
চতুর বৃদ্ধ শেয়ালের সাথে সে গুহায় তার মাও বাস করত।
চতুর বৃদ্ধ শেয়ালটি অনেকবার লাল ছোট্ট মুরগীটিকে ধরার চেষ্টা করেছে। কিন্তু ছোট্ট লাল মুরগীটি ছিল জ্ঞানী।
তাই জনাব শেয়াল তাকে ধরতে পারেনি।
সে বার বার চেষ্টা করল, কিন্তু লাল মুরগী ছানাটি এত চালাক ছিল সে কিছুতেই ধরতে পারল না।
ধুর্ত শেয়াল চিন্তা করতে করতে অস্তির হয়ে গেল।
একদিন সে তার মাকে বলল:
মা, মুরগীর বাচ্চাটাকে ধরার জন্য আমি একটা বুদ্ধি করেছি। আমি থলেটা নিয়ে যাচ্ছি। এটাতে করে মুরগির বাচ্চাটাকে ধরে আনবো তুমি ইতোমধ্যে চুলাটা জ্বালাও। রাতে আমরা ওটা দিয়ে ডিনার করব।
No comments:
Post a Comment