একদা এক সময় এক জ্ঞানী লর্ড ও এক সুন্দর রমনী বাস করত। তাদের প্রিয় দুটি শিশু ছিল। চমৎকার এক ছেলে আর সুন্দর এক মেয়ে। তাদের পরিবারটা ছিল দেশে সুখী পরিবারগুলোর একটি । কারণ তারা একে অপরকে খুবই ভালবাসতো, তাদের পিতামাতা ছিল দয়ালু, ভদ্র এবং তাদের সন্তানদেরও তাই শিক্ষা দিয়েছিল।
কিন্তু খুব শিগ্রই তাদের এ সুখী পরিবারে র্দুভাগ্য নেমে এল।
প্রথমে তাদের মা মারা গেল যেটা ছিল সন্তানদের জন্য বড় রকমের একটা আঘাত। এবং তার কিছুদিন পর যখন ছেলেটার বয়স মাত্র পাঁচ বছর এবং মেয়েটা মাত্র একবছর ছোট , তাদের বাবাকেও নিয়ে গেল পরপারে।
যখন ভাল মানুষটি বুঝতে পারলো তার সময় পুরিয়ে এসেছে সে তার ভাইকে খবর পাঠালো আর তাকে তার বিছনার পাশে নিয়ে বলল:
প্রিয় ভাই, আমি মারা যাচ্ছি। কয়েক ঘন্টার মধ্যে অথবা খুব বেশি হলে কয়েক দিন, আমার এ ছোট্ট শিশুরা এই পৃথিবীতে একা হয়ে যাবে।
No comments:
Post a Comment