The Toad's Warts


The Toad’s warts

 

কুনোব্যাঙের আঁচিল

 

সময়ে সময়ে আমরা প্রশ্ন করিকেন?’; আকাশটা নীল কেন? ঘাস কেন সবুজ? মানুষ কেন বুড়ো হয় আর মারা যায়? সূর্য্য কেন আলো দেয়? এটা কেন? ওটা কেন?

তোমাদের কেউ হয়ত চিন্তা কর কেন কুনোব্যাঙের পিঠে সব আঁচিল? ঠিক আছে, বার্মার লোককহিনী দিয়ে আজ প্রশ্নের উত্তর দেয়া হবে….


 

অনেক দিন আগের কথা চিংচংসাইপা নামে এক লোক বিখ্যাত ইররাওয়ার্দি নদীর তীরে দাঁড়িয়ে ছিল তার নিজের চিন্তা করছিল আর হাতের অস্রটা ধারালো করছিল তার ধার করার আওয়াজে বিরক্ত হয়ে একটি চিংড়ি তার পায়ে দিল এক কামড়

চিংচংসাইপা লাফ দিয়ে উঠল ওরে বাবারে! সে চিংড়িটাকে দেখতে পায়নি ব্যথায় সে তার ছুড়ি দিয়ে এদিক ওদিক কোপাতে লাগল ধারালো ছুড়িটা আঘাতে একটি গাছের ডাক কাটা পড়ল

গাছ খুবই অবাক এবং বিরক্ত হল টুপ! তৎক্ষণাৎ সে একটি ফল নীচে লোকটির উপর ফেলল কিন্তু চিংচংসাইপা তখনো এদিক ওদিক বাতাসে কোপাচ্ছিল তাই ফলটি তার মাথায় না পড়ে পাশ দিয়ে হেঁটে যাওয়া একটি মোরগের মাথায় গিয়ে পড়ল

হতবাক হয়ে গেল মোরগটি সে মোটেই খুশী হয়নি এতে গাছের দিকে তাকাল গাছটির আকার দেখে আর আক্রমণ করার সাহস তার হল না তার পরিবর্তে একটি পিঁপড়ের ঢিবিকে দিল খামছে

পিঁপড়েগুলো ছিল খুব ব্যস্ত তাদের প্রচুর কাজ বাকিতাদের বাসাটা মেরামত করা এখনও বাকি!

পিঁপড়েদের মেজাজ গেল বিড়ে ঠিক আছে! এটা অবশ্যই একটা যুদ্ধ! পাশ দিয়ে যাওয়া একটি সাপকে সব পিঁপড়া মিলে কামড়ানো শুরু করল।

সাপ দিল দৌঁড় দৌঁড়ে সামনে এক শুকরকে পেয়ে দিল এক কামড় বসিয়ে

কেন তুমি এটা করলে?’ শুকর দাঁত ঘোৎ ঘোৎ করে উঠল

কারণ তুমি আমার সামনে পড়েছ বলেই সাপ দৌঁড় দিল একটা ব্যথানাশক গাছের খোঁজে সে গাছের একটা পাতা খেতে পারলে ব্যাথাটা কমবে

শুকর দিল উল্টা দৌঁড় রাগের চোটে সে একটা গাছ উল্টিয়ে ফেলল শুকর মুখটা মাঠির মধ্যে সজোড়ে ঢুকিয়ে বেচারা চারাগাছটা পুরোটাই উপড়ে ফেলল

একটা বাদুছানা মাত্র গাছটার উপর বসেছিল গাছটি উল্টানোর সাথে সাথে বেচার বাদুড়ছানা দিশেহারা হয়ে পড়ল বাদু আবার দিনের আলোতে কিছু দেখতে পায়না কিছু দেখতে না পেয়ে সে ছুটে গিয়ে একটি হাতির কানের মধ্যে ঢুকে গেল

আমি কোথায় ঢুকলাম এখানে একটু অন্ধকার মনে হচ্ছে ভাবল বাদু ছানাটা একটু লোমশ। বাদুড়ছানাটি কামড় হাতির কানের ভেতর।

অমনি হাতি ব্যথায় চিৎকার করে উঠল।হাতির চিৎকারে আকাশ বাতাস কেপে উঠল।সামনের পা দিয়ে সজোড়ে এক লাথি দিল। হাতির সামনে ছিল একটি বিশাল হামানদিস্তা। লাথি খেয়ে হামানদিস্থাটা গিয়ে পড়ল বুড়ির ঘরের উপর।ঘরের একপার্শ্বে একটি বড় ছিদ্র হয়ে গেল হামানদিস্তার আঘাতে।

বুড়ি যদিও দেখতে খুব খাটো ছিল এবং অনেক বেশি বয়স তবু সে ছিল খুবই রাগী।

চলবে.. 

1 comment:

  1. www.bdtender.com একটি অনলাইন টেন্ডার/দরপত্র বিজ্ঞপ্তি পরিসেবা পোর্টাল। যেখানে বাংলাদেশের প্রায় সকল টেন্ডার/দরপত্রের (সরকারী এবং বেসরকারী সংস্থা থেকে প্রকাশিত) সাম্প্রতিক তথ্য প্রদান করা হয়। প্রায় ২০০০ নিবন্ধিকৃত সদস্যদেরকে নিয়মিতভাবে ইমেইলের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে।
    দেশের সকল জাতীয় এবং আঞ্চলিক দৈনন্দিন সংবাদপত্র, প্রায় ৫৭ টি কাগজ এবং ২৫০টি ওয়েবসাইট থেকে টেন্ডার/দরপত্র সংগ্রহ করা হয়। সেইসাথে আন্তর্জাতিক দাতা সংস্থা, এনজিও এবং বিভিন্ন বেসরকারী সংস্থা,তাদের প্রয়োজনীয় টেন্ডার/দরপত্র বিজ্ঞপ্তি সমূহ এই সাইটে প্রকাশ করে থাকে।
    বাংলাদেশে www.bdtender.com‘ই প্রথম টেণ্ডার নটিফিকেসান সার্ভিস চালু করেছে । আপনি এখন্ আর দশ, পনের, বিশটি পত্রিকা কেনার প্রয়োজন নেই । দেশের সকল পত্রিকার টেণ্ডার/দরপত্র গুলি একত্র করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে তাতে আর আপনাকে বাড়তি ঝামেলা পোহাতে হবেনা এবং আপনার আর কষ্ট করে সব গুলি টেণ্ডার/দরপত্র দেখতেও হবে না । শুধু ক্যাটাগরি সিলেক্ট করে দিলেই আপনার কাঙ্ক্ষিত টেণ্ডার/দরপত্র টি ই- মেইল এলার্টের মাধ্যমে আপানার কাছে পোঁছে যাবে ।
    আজই রেজিস্ট্রেশান করুন ! আপানার মূল্যবান সময় ও অর্থ দুটোই বাঁচান এবং নিরাপদ থাকুন।
    Tenders And Consulting Opportunities in
    Bangladesh.

    Tender Business Bangladesh.

    MCQ Model Test
    VVpLAmm

    Largest tender information portal (bdtender) ever in Bangladesh, http://www.bdtender.com is a Tender notice Service that keeps you abreast with updated information on tenders being uploaded by government, semi-government, NGO and private organizations all over Bangladesh.

    ReplyDelete