এভাবেই তাদের অর্থ সম্পদ সে তার নিজের করে ফেলল।
বসন্তের শেষ দিকের এক রাত। সে দু 'জন ডাকাত ডেকে পাঠাল যারা ছিল খুবই কুখ্যাত এবং নিষ্টুর এবং সাহসী। পরবর্তী দিন সে এ দুজন বাচ্চাকে দুরের কোন জঙ্গলে নিয়ে মেরে ফেলতে বলল। এবং বলল ফিরে আসলে প্রচুর অর্থ দেয়া হবে। ডাকাতরা এ প্রস্তাবে খুব খুশি হল। এত সহজে আর তারা কখনও আয় করেনি। শেষ রাত র্পযন্ত তারা একসাথে ড্রিন্ক করল।
পরবর্তী সকালে দুষ্ট চাচাটি বাচ্চারা যেখানে শুয়েছিল সেখানে খুব সকালে এসে হাজির হয়ে গেল। উঠ বাবারা আর তাড়াতাড়ি কাপড় চোপড় পড়ে নাও। আজ সকালে আমার দু বন্ধু তোমাদের জঙ্গল দেখাতে নিয়ে যাবে। তোমরা সেখানে অনেক মজা করবে।
কিন্তু আমরাতো এখনও আমাদের নাস্তাও সারিনি। আমরা খুবই ক্ষুধার্ত। ছোট্ট মেয়েটি কান্নার স্বরে বলল। মনে হল কাল রাতেও খাবার ঠিক মত হয়নি।
তারা যখন বড় হল ঘরটিতে আসল তখন বিশ্রী লোক দুটি ওখানে অপেক্ষা করছিল। এ বিশ্রী, বেঢপ লোকগুলো আমার খুবই অপছন্দ। তারা আমাকে ভয় দেখায়। বলল ছোট্ট মেয়েটি।
সে কান্না করতে শুরু করল। কিন্তু দুষ্টু চাচা তাদের কান্নার এবং কথার কোন মূল্য রাখল না। ডাকাতরা তাদের হাত ধরে টেনে গভীর জঙ্গলের দিকে নিয়ে গেল।
No comments:
Post a Comment