ছেলে আর বাবা পর্বতের উপর দিয়ে হাঁটছিল। হঠাৎ ছেলে পড়ে গেল। প্রচণ্ড আঘাত পেয়ে চিৎকার করে উঠল। আহঃ।
তাকে অবাক করে দিয়ে পর্বত ও আহঃ বলে উঠলো।
ছেলে অবাক হয়ে বলে উঠলো। তুমি কে?
সাথে সাথে পর্বতের কোথাও থেকে বলল। তুমি কে?
তারপর সে চিৎকার করে পর্বতকে বলল, 'আমি তোমার প্রশংসা করি।'
পর্বত ও সাথে সাথে উত্তর দিল, 'আমি তোমার প্রশংসা করি।'
উত্তর পেয়ে রাগান্বিত হয়ে ছেলেটি চিৎকার করে বলল, 'কাপুরুষ'।
পর্বত ও বলল, 'কাপুরুষ।'
এবার সে তার বাবাকে বলল, 'এসব কি হচ্ছে?'
বাবা ছেলের কথা শুনে একটু হাসলো এবং বলল, 'মনোযোগ দিয়ে শুনো বাবা'।
বলে এবার তিনি উচ্চস্বরে বললেন,' তুমি চ্যাম্পিয়ন'।
সাথে সাথে পর্বত বলে উঠলো, ' তুমি চ্যাম্পিয়ন'।
ছেলেটি অবাক হলো, কিন্তু কিছুই বুঝতে পারলো না।
এবার বাবা বলল, ' এটাকে মানুষ প্রতিধ্বনি বলে। কিন্তু এটাই বাস্তব জীবন।'
এ জীবনে তুমি যা কিছু করবে বা বলবে তা তোমার কাছেই ফিরে আসবে। আমাদের জীবনটা শুধুমাত্র আমাদের কাজের প্রতিফলন।
যদি তুমি পৃথিবীতে অনেক ভালোবাসা পেতে চাও, তাহলে তোমার হৃদয়ের মধ্যে অনেক ভালোবাসা তৈরি করা।
যদি তুমি তোমার দলকে অনেক কর্মদক্ষতা সম্পন্ন দেখতে চাও, তাহলে তোমার নিজের মধ্যে আগে কর্মদক্ষতা তৈরি কর।
এ সম্পর্কটা সব জায়গাতেই প্রযোজ্য , জীবনের প্রতিটি ক্ষেত্রে।
তুমি যাকিছু কর, তোমার জীবনে তা কোন না কোনভাবে ফিরে আসবেই।
জীবনটা কাকতালীয় কোন ব্যাপার নয়। এটা তোমার কর্মকাণ্ডের প্রতিফলন।
৩১
No comments:
Post a Comment