The Lion, The witch and the wardrobe-01

The Lion, The witch
And the wardrobe
-C.S. Lewis
..............................
লুসি বারফিল্ডের প্রতি

আমার প্রিয় লুসি,
এই গল্পটা আমি তোমার জন্য লিখেছিলাম। কিন্তু আমি যখন এই গল্পটা শুরু করি তখন বুঝতে পারিনি বালিকারা গল্পের চেয়ে দ্রুত বড় হয়। ফলে তুমি ইতোমধ্যেই পরীর গল্প শোনার চেয়ে বড় হয়ে গিয়েছ।ব্ইটি যখন প্রিন্ট হবে তখন তুমি আরও বড় হয়ে যাবে। কোন একদিন তুমি আবার সেই বয়সে পৌছবে যখন তোমার আবার পরীর গল্প পড়তে ভালো লাগবে। তখন তুমি আবার তাকের উপরের ধুলো পরিষ্কার করে বইটি নামিয়ে পড়বে। তখন আমাকে বলিও বইটা কেমন লেগেছে। সম্ভবত ততদিনে আমি এত বধির হব শুনতে পাবো না, এত বৃদ্ধ হব তোমার কথা বুঝতে পারবো না। তারপরও আমি তোমার প্রিয়
দাদুমনি রয়ে যাবো।

C.S. Lewis

No comments:

Post a Comment