পর্বতে আগুন
আফ্রিকার একটি দেশের
নাম ইথওপিয়া। সেই ইথওপিয়ার দূরের এক গ্রামে বাস করত আরহা। তার বাবা মা ছিল খুবই
দরিদ্র। তারা তাদের সন্তান আরহাকে খাওয়াতে পারত না। গ্রামে তেমন কোন কাজ ছিল না।
তাই একদিন আরহা তার জিনিস পত্র গুছিয়ে রাজধানী শহর আদ্দিস আবাবাতে ছুটল কাজের খোঁজে।
শীঘ্রই সে হেমপটন হেসি
নামক এক শক্তিশালী লোকের কাছে চাকরি পেয়ে গেল। হেমপটন ছিল খুব ধনী। কিন্তু সে তাতে
সন্তুষ্ট ছিল না। টাকা দিয়ে সুখ ও তৃপ্তি পাওয়া
যায় না। সে ছিল খুব বিরক্ত এবং অসন্তুষ্ট। তার কিছু আনন্দের প্রয়োজন ছিল। এতে
অন্যের অসুবিধা হলেও হউক। তাতে কিছু যায় আসে না।
এক শীতের রাতে পাহাড়
থেকে তীব্র ঠাণ্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল। হেমপটন আরহাকে আদেশ দিল আগুন জ্বালানোর
জন্য কিছু কাঠ নিয়ে আসতে।