চাকর
বাকররা আমাকে লাল ঘরে নিয়ে গেল। তারা আমাকে একটা চেয়ারে বসাল।
‘যদি তুমি শান্তভাবে না বস, তোমাকে আমরা চেয়ারের সাথে বেধে রাখব। তারা বলল।
আমি
ভয় পেয়ে গেলাম এবং শান্তভাবে বসে পড়লাম।
‘তুমি একটি দুষ্টু মেয়ে,’ চাকরদের একজন বলল। বেছি ছিল চাকরদের মধ্যে অন্যদের চেয়ে কিছুটা দয়ালু। বেছি বলল, ‘তোমার কাজিনদের আঘাত করা তোমার মোটেই উচিত নয়। তোমার চাচী তোমার প্রতি দয়ালু। সে যদি তোমাকে এখানে না নিয়ে আসতো তাহলে কে তোমার দেখা শুনা করত? তোমার চাচীর প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত।‘