Robinson Crusoe-03


Great Stories in easy English

Robinson Crusoe

Daniel Defoe

Abridged and simplified by

S.E. PACES

অধ্যায়-০৩


অবশেষে আমার কুঁড়ে ঘর তৈরী করার জন্য সুবিধাজনক একটি স্থান আমি পেয়ে গেলাম। এটা ছিল পাহাড়ের পাশে ছোট্ট একটি সমতল স্থান। পাহাড়ের দিকে একটা গুহাও আছে এটার এক পাশে। আমি সিদ্ধান্ত নিলাম এই গুহাটি হবে আমার গুদাম ঘর। গুদাম ঘরের সামনে আমি একটি তাবু খাটিয়ে বাস করব। তাবুটি জাহাজের পাল থেকে তৈরি করা যাবে। আমি সেটাই করলাম। তারপর আমি আমার ঘরের চারপাশে বেড়া দিয়ে দিলাম। এভাবে আমি নিজেকে সম্পূর্ণ নিরাপদ করলাম।