Alice in Wonderland
Walt Disney
Ladybird
Fiction
============
আজব দেশে এলিস-2
'ইক!' ছোট্ট একটি কন্ঠ বলল।
এলিস বুঝতে পারলো ডোর নবটি কথা বলছে।
'তুমি কি করছ?'
'খরগোশটাকে অনুসরণ করছি,' এলিস উত্তর দিল।' দয়া করে আমাকে যেতে দাও।'
'তুমি খুব বড়। এ দরজাটা দিয়ে ঢুকতে পারবে না।' ডোরনব উত্তর দিল।
'তুমি অবশ্যই বোতলটা থেকে একটু পানিয় খেতে হবে।'
এলিস চারদিকে তাকাল। দেখল ছোট্ট একটি টেবিল। টেবিলের উপর ছোট্ট একটা বোতল তাতে লেখা 'আমাকে পান করো'।
এলিস বোতলের ছিপিটা খুলল এবং বোতল থেকে একটু পানিয় পান করল।
তাৎক্ষণিকভাবে সে বুঝতে পারল সে একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে। অবশেষে সে দরজা দিয়ে ঢুকার মত ছোট হয়ে গেল।
এলিস এখন একটি বাগানে দাঁড়িয়ে আছে। একটু দূরেই সে সাদা খরগোশটাকে দেখতে পাচ্ছে। খরগোশটার পেছনে সে দৌড়াতে শুরু করল। কিন্তু হঠাৎ দু'টি যময বালক তার পথে বাধা হয়ে দাঁড়াল। দু'জনেই দেখতে ইস্টার ডিমের মত আকারের।
'আমি টুইডাল ডাম!' বলল একজন।
'আমি টুইডাল ডী!' অপরজন বলল।
'তুমি কে?' দু'জনে একসাথে জিজ্ঞেস করল।
'আর তুমি এখানে কি চাও?'
Alice in Wonderland-01
Alice in Wonderland
Walt Disney
LadyBird
Fiction
==========
আজব দেশে এলিস
গ্রীস্মের এক দুপুর। এলিস নামে ছোট্ট একটি বালিকা গাছের উপর বসে আছে। তার বড় বোন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ একটি পাঠ পড়ছিল। তার সেটা শুনার কথা ছিল।
কিন্তু সেটা খুব মজার ছিল না। কারণ সেটাতে কোন ছবি ছিল না। এলিসের ঘুম ঘুম লাগল।
সে গাছ থেকে নেমে পড়ল এবং সেটার নিচে বিশ্রাম নিচ্ছিল।
সে চোখ বন্ধ করতেই তার পাশ দিয়ে ছুটে গেল একটি খরগোশ।
Walt Disney
LadyBird
Fiction
==========
আজব দেশে এলিস
গ্রীস্মের এক দুপুর। এলিস নামে ছোট্ট একটি বালিকা গাছের উপর বসে আছে। তার বড় বোন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ একটি পাঠ পড়ছিল। তার সেটা শুনার কথা ছিল।
কিন্তু সেটা খুব মজার ছিল না। কারণ সেটাতে কোন ছবি ছিল না। এলিসের ঘুম ঘুম লাগল।
সে গাছ থেকে নেমে পড়ল এবং সেটার নিচে বিশ্রাম নিচ্ছিল।
সে চোখ বন্ধ করতেই তার পাশ দিয়ে ছুটে গেল একটি খরগোশ।
Subscribe to:
Posts (Atom)