Vasilissa's Doll-01

Vasilissa's Doll
Alexander Afanasiev (retold)



ভেসিলিসার পুতুল-০১

বিশাল  বনের এক প্রান্তে বাস করত ভেসিলিসা। তার মা যখন মারা যায় তখন তার বয়স মাত্র আট বছর। বেচারি খুবই দু:খি ছিল, কারণ সে তার মাকে খুব ভালবাসতো। তার মা সম্পর্কে তার যা কিছু মনে পড়ে তা হলো তার মায়ের একটা সুন্দর পুতুল ছিল।

একদিন তার মা বলেছিল,'পুতুলটির যত্ন নিও, তাকে খেতে দিও। আর যখন তোমার সাহয্যের প্রয়োজন হবে, তখন তার সাহায্য নিও। কিন্তু কখনও কাউকে পুতুলটির কথা বলবে না।'